নিজস্ব সংবাদদাতা : গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে ইতিমধ্যেই ভিন রাজ্য থেকে পুণ্যার্থীরা আসতে শুরু করেছেন। গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে সোমবার হাওড়ার গাদিয়াড়া লঞ্চঘাট থেকে তুলে নেওয়া হল দু’টি লঞ্চ। আর জেরে সমস্যায় পড়েছেন যাত্রীরা। হাওড়ার গাদিয়াড়া লঞ্চঘাট থেকে পূর্ব মেদিনীপুরের গেঁওখালি ও দক্ষিণ ২৪ পরগণার নুরপুর রুটে নিয়মিত ফেরি চলাচল করে। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
প্রত্যেকদিন এই দুই রুটে কয়েক হাজার মানুষ পারাপার করেন। দু’টি রুটে মোট ৩ টি লঞ্চ রয়েছে। দু’টি লঞ্চ তুলে নেওয়ায় সমস্যায় পড়েছেন যাত্রীরা। গাদিয়াড়া লঞ্চঘাটের আধিকারিক উত্তম রায়চৌধুরী জানান, মেলার জন্য দু’টি লঞ্চ তুলে নেওয়া হয়েছে। আপাতত একটি লঞ্চেই দু’টি রুটে যাত্রী পরিষেবা স্বাভাবিক রাখা হচ্ছে। পাশাপাশি কোভিড সম্পর্ক সমস্ত বিধি মানা হচ্ছে বলেও তিনি জানান।