উদয়নারায়ণপুরে রামকৃষ্ণ-সারদা-বিবেকানন্দ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন, একাধিক কর্মসূচি

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : রবিবার খিলা শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে গ্রামীণ হাওড়ার উদয়নারায়ণপুরের খিলা গ্রামে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস, সারদাদেবী ও স্বামী বিবেকানন্দের মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হল। এদিন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আঁটপুর রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বশিষ্ঠানন্দ মহারাজ। উদ্যোক্তারা জানান, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা ও স্বামী বিবেকানন্দ মানবসেবার যে পথ দেখিয়েছিলেন ‘জীবজ্ঞানে শিবসেবা’র সেই পথেই মানবসেবার উদ্দেশ্যে এই মঠ গড়ে উঠবে। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

রবিবার মঠের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। হাজার দু’য়েক ভক্ত সমাগমের পাশাপাশি এদিন ৪৫ জন দুঃস্থ পড়ুয়ার হাতে শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি, এদিন ৬৫ জন শিক্ষার্থী রামকৃষ্ণ ভাবাদর্শের উপর ছবি আঁকেন। রামকৃষ্ণ ভাবাদর্শে অনুপ্রাণিত সংগঠনটির সভাপতি অরিন্দম সামন্ত জানান, শ্রীরামকৃষ্ণ ভাবধারার মাধ্যমে স্থানীয় এলাকার সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক স্বপন মুখোপাধ্যায়, বিশিষ্ট সমাজসেবী রবিন মাজী সহ অন্যান্যরা।