নিজস্ব সংবাদদাতা : ‘ভূমিপুত্র’কে প্রার্থী করার দাবিতে কার্যত উত্তাল হয়ে উঠেছে উলুবেড়িয়া। তারই মাঝে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন উলুবেড়িয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের প্রাক্তন সভাপতি তথা উলুবেড়িয়া পূর্ব বিধানসভার আইএনটিটিইউসির সাধারণ সম্পাদক সুব্রত ভৌমিক।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় প্রায় ২৫০ জন কর্মী-সমর্থককে সাথে নিয়ে বিজেপিতে যোগ দেন এই তৃণমূল নেতা। উলুবেড়িয়ার মনসাতলায় হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সদর কার্যালয়ে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি প্রত্যুষ মন্ডল।