নিজস্ব সংবাদদাতা : তৃণমূল, বিজেপির পাশাপাশি প্রচারে পিছিয়ে নেই সংযুক্ত মোর্চাও। এরই মধ্যে বুধবার গ্রামীণ হাওড়ার একাধিক বাম ও কংগ্রেস প্রার্থী নিজেদের মনোনয়ন পত্র জমা করলেন।
বুধবার সকালে উলুবেড়িয়া মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার ফরওয়ার্ড ব্লক প্রার্থী কুতুবউদ্দিন আহমেদ এবং উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী অশোক দলুই।
অন্যদিকে, এদিন উলুবেড়িয়া-১ নং বিডিও অফিসে মনোনয়নপত্র পেশ করেন আমতা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অসিত মিত্র। পাশাপাশি, বাগনান বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী বসির আহমেদও এদিন মনোনয়ন পত্র জমা দেন।