নিজস্ব সংবাদদাতা : কৃষকদের ফসলের ন্যায্যমূল্য প্রদান, ষাটোর্ধ্ব সকল গরীব মানুষকে বার্ধক্য পেনশন প্রদান, নদী ভাঙন রোধ সহ কুড়ি দফা দাবিতে হাওড়া জেলা কৃষক সভার ডাকে মঙ্গলবার কৃষক সমাবেশ অনুষ্ঠিত হল গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়ায়। এদিন উলুবেড়িয়ার গোরুহাটায় এই কৃষক সমাবেশে বাম কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
সমাবেশে উপস্থিত ছিলেন বামফ্রন্ট নেতা সূর্যকান্ত মিশ্র। এদিন তিনি বিভিন্ন ইস্যুতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ান। সমাবেশের শেষে গোরুহাটা থেকে উলুবেড়িয়া মহকুমাশাসকের দপ্তর পর্যন্ত মিছিল অনুষ্ঠিত হন। এদিন সূর্যকান্ত মিশ্রর পাশাপাশি সমাবেশে উপস্থিত ছিলেন বাম নেতা অমল হালদার, বিপ্লব মজুমদার সহ অন্যান্যরা।