বাগনানে এনআরসি ও সিএএ বিরোধী সভা বামফ্রন্টের

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : বাগনানের এনআরসি ও সিএএ বিরোধী বামফ্রন্টের একটি সভা থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন প্রধানমন্ত্রী বলছে যারা গোলমাল করেছে ওদের পোশাক দেখো। লুঙ্গি পড়লেই যদি মুসলমান হয়, তাহলে আমার বাবাও লুঙ্গি পড়তেন, আমিও লুঙ্গি পড়ি, জ্যোতি বাবুও লুঙ্গি পড়তেন। তবে আমরা সবাই কি মুসলমান। প্রধানমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন আপনিতো গিরগিটির মতো দিনে তিনবার করে পোষাক বদলান। আপনার পোষাক বদলাতে সময় লাগেনা তাহলে আপনাকে কিভাবে চেনা যাবে। তিনি বলেন খবরে বেরিয়েছে মুর্শিদাবাদে এক হিন্দু আরএসএস করে, কয়েকজন নাবালককে নিয়ে লুঙ্গি পড়ে মুসলমান সেজে গোলমাল বাঁধিয়ে ধরা পড়েছে।এখন বিজেপি আর কোনো কথা বলছেনা। আর প্রধানমন্ত্রী বলছেন পোষাক দেখে চিনুন। মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন মুখ্যমন্ত্রীও বলিহারি এদের ধরতে আপনার এতো সময় লাগলো। তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন বিষয়টির আরও গভীরে যান। আপনার লোকজন সব আপনার সাথে আছে, নাকি বিজেপির দিকে গেছে? নাকি হিন্দু মুসলমান করে ভাগ হয়ে গেছে। কে কোন দিকে যাবে অপেক্ষা করে আছে। আপনি নিজের ঘর সামলান। মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন উনি কি জনগননা আর এনপিআর গুলিয়ে ফেলেছেন। জনগননা দশ বছর অন্তর হয় সেটা সবাই জানে। ২০১১ তে হয়েছিল আবার ২০২১ শে হবে। তিনি বলেন কেন্দ্রীয় সরকারের সার্কুলার অনুযায়ী ২০২০ সালের পয়লা এপ্রিল থেকে এনপিআর শুরু হবে। তারপরেই রাজ্য সরকার সার্কুলার দিলো আমারা জনগননা করছি। রাজ্য সরকার সার্কুলার দিয়েছেন ২০২০ জনগননা ও ২০২১ এন পি আর একসাথে চলবে। সল্টলেকে এটিআই এ তার ট্রেনিং হয়ে গেলো। জেলাশাসকদের সার্কুলার দিয়ে দিলেন। হাওড়ার জেলাশাসককে দেওয়া সার্কুলার কপি আমার কাছে আসার পর আমি ছেপে দিয়েছিলায়। তিনি আরো বলেন মুখ্যমন্ত্রী শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। তিনি জনগননার নাম করে আসলে হাওড়ায় এনপিআর ঢুকিয়ে দিয়েছেন। তিনি বলেন যখন‌ই আমি এই বিষয় নিয়ে দু-এক জায়গায় বললাম, ওমনি উনি বললেন এখন এটা স্থগিত থাকলো। কিন্তু বাতিল করলেন না। তিনি বলেন দিল্লিতে ও রাজ্যে সরকার চলছে না সার্কাস চলছে বোঝা যাচ্ছে না। এই সভার পর বাগনান শহর থেকে আন্টিলা পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য, ফর‌ওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক কুতুবুদ্দিন আহমেদ, প্রাক্তন বিধায়ক আক্কেল আলি সহ আরো অনেকে।