নিজস্ব সংবাদদাতা : কয়েকদিন আগেই মুম্বাইয়ের বাড়ি থেকে গুজরাতের অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের হাতে গ্রেফতার হন সমাজকর্মী তিস্তা শীতলাবাদ। তিস্তা শীতলাবাদের গ্রেফতারি নিয়ে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। ইউনাইটেড নেশনসের পক্ষ থেকেও এই গ্রেফতারির সমালোচনা করা হয়। ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগে সমাজকর্মী তিস্তা শীতলাবাদকে গ্রেফতারের প্রতিবাদে এবার পথে নামল বামফ্রন্ট। বিস্তারিত জানতে নীচে পড়ুন...
বামফ্রন্টের উদ্যোগে বুধবার উলুবেড়িয়া শহরে তিস্তা শীতলাবাদকে গ্রেফতারের প্রতিবাদে একটি প্রতিবাদ মিছিল ও শ্রমজীবী জনগণের ঐক্য প্রতিষ্ঠা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় একটি শান্তি মিছিল অনুষ্ঠিত হয়। উলুবেড়িয়া স্টেশন সংলগ্ন এলাকা থেকে শুরু হয় মিছিল। উলুবেড়িয়া শহর অতিক্রম করে মিছিল গিয়ে পৌঁছায় উলুবেড়িয়ার গঙ্গার পাড়ে। দলীয় পতাকার পাশাপাশি বিভি ফ্লেক্স হাতে এদিনের মিছিলে সামিল হন বাম কর্মী-সমর্থকরা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামফ্রন্ট নেতা সাবিরউদ্দিন মোল্লা, মহম্মদ ফারুক সহ অন্যান্যরা।