আম্ফানে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ সহ বিভিন্ন দাবিতে গ্রামীণ হাওড়ায় বিক্ষোভ একাধিক বাম সংগঠনের

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : আম্ফানে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ হাওড়ার কৃষিকাজ। ভেঙেছে বহু বাড়ি।

এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া, আমতা, উদয়নারায়ণপুর, শ্যামপুর সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাল SFI, DYFI, CITU, AIKS সহ একাধিক বাম সংগঠন।

জানা গেছে, নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে এই কর্মসূচিতে অংশ নেন বাম কর্মীরা।

আম্ফানে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি বিদ্যুৎ বিল মুকুব, বেকার ভাতা, পরিযায়ী শ্রমিকদের নিয়ে প্রশাসনিম অবস্থা, স্কুল-কলেজ ফি মুকুব সহ বিভিন্ন দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি বলে জানা গেছে।