আম্ফান দুর্নীতির প্রতিবাদে উলুবেড়িয়া-২ ব্লকে বামেদের বিক্ষোভ ও ডেপুটেশন

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : আম্ফান দুর্নীতি নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি। গ্রামীণ হাওড়ার একাধিক এলাকায় আম্ফান ত্রাণে দুর্নীতির অভিযোগ উঠেছিল। এবার সেই দুর্নীতির প্রতিবাদে ও গরীব খেটে খাওয়া মানুষের ক্ষতিপূরণের দাবিতে পথে নামল একাধিক বামপন্থী সংগঠন।

সোমবার সারা ভারত কৃষক সভা, সারা ভারত খেতমজুর ইউনিয়ন, সি.আই.টি.ইউ, অগ্রগামী কৃষক সভার উদ্যোগে উলুবেড়িয়া-২ ব্লকে গণডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষক নেতা গৌতম পুরকাইত, কৃষক সমিতির জেলা সম্পাদক পরেশ পাল, মহিলা নেত্রী অপর্ণা পুরকাইত সহ কয়েক’শো বাম কর্মী-সমর্থক। অন্যদিকে, একই দাবিতে বাগনানের বাইনান ও আমতার থলিয়া গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছিল এই সংগঠনগুলি।