উলুবেড়িয়া উত্তরে বামেদের প্রার্থী অশোক দোলুই, ‘সমাজবন্ধু’র উপর আস্থা রাখল দল

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব প্রতিবেদক : কবি লিখেছিলেন,”যেখানে ডাক পড়ে জীবন-মরণ-ঝড়ে আমরা প্রস্তুত।” হ্যাঁ, তিনি প্রস্তুত। মানুষের বিপদে-আপদে তিনি সবসময় ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত। জাতি-ধর্ম-বর্ণ-দল-মত নির্বিশেষে তিনি বিপদে মানুষের পাশে এগিয়ে যান। রাত কিমবা দিন, শীতের কনকনে ঠান্ডা কিমবা বর্ষণসিক্ত রাত কোনো কিছুই বাধা নয় তাঁর কাছে। এমনই এক ‘সমাজবন্ধু’র উপর এবার আস্থা রাখল বামফ্রন্ট।

মঙ্গলবার বামফ্রন্টের তরফে গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া উত্তর বিধানসভায় প্রার্থী করা হয়েছে আমতা-১ ব্লকের ভান্ডারগাছা গ্রাম পঞ্চায়েতের পানপুর গ্রামের বাসিন্দা পেশায় ক্ষেতমজুর অশোক দোলুইকে। ১৯৮২ সাল থেকেই বামপন্থী রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে যুক্ত অশোক বাবু। কৃষক, ক্ষেতমজুর, সমাজের দিন আনা দিন খাওয়া মানুষ ও ছাত্র-যুব-নারীর স্বার্থেই তাঁর লড়াই।

আর মানুষের বিপদে-আপদে ঝাঁপিয়ে পড়াটা তাঁর নিত্য অভ্যাস। দীর্ঘদিন ধরে তিনি পার্টির সর্বক্ষণের কর্মী। বছর একষট্টির অশোক দোলুই জানান,”দল আমার উপর আস্থা রেখেছে। আমি লড়াই করতে প্রস্তুত।” দলের সর্বক্ষণের লড়াকু কর্মীকে প্রার্থী করায় খুশি এলাকার বাম নেতা-কর্মীরাও।