নিজস্ব সংবাদদাতা : নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, রেল, বীমা সহ একাধিক সরকারি প্রতিষ্ঠানের বেসরকারিকরণ সহ একাধিক দাবিতে আগামী সোম ও মঙ্গলবার দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
শনিবার বিকালে সেই ধর্মঘটের সমর্থনে উলুবেড়িয়া শহরে মিছিল করল বামফ্রন্ট। শনিবার বিকালে উলুবেড়িয়া স্টেশন চত্বর থেকে শুরু হওয়া মিছিল উলুবেড়িয়া শহরের বিভিন্ন জায়গা পরিক্রমা করে। এদিনের মিছিলে স্থানীয় বাম নেতৃত্বের পাশাপাশি পা মেলান বাম ছাত্র-যুব সংগঠনের কর্মীরা।