কৃষি আইন বাতিলের দাবিতে উলুবেড়িয়ায় বামেদের বিক্ষোভ, মিছিল

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রের কৃষি আইন, বিদ্যুৎ বিল বাতিল সহ একাধিক দাবিতে উলুবেড়িয়ায় বিক্ষোভ দেখাল বাম সংগঠন অল ইন্ডিয়া কৃষক সংঘর্ষ কো-অর্ডিনেশন কমিটির (AIKSCC) সদস্যরা। বৃহস্পতিবার বিকালে উলুবেড়িয়ার গরুহাটা থেকে এসডিও অফিস পর্যন্ত একটি মিছিলের আয়োজন করে এই সংগঠন।

তারপর, এসডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান বাম নেতা-কর্মীরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাম কৃষক নেতা অশোক দোলুই, পরেশ পাল মহেন্দ্র রায়, অসিত সাউ গৌতম পুরকাইত সহ অন্যান্যরা। অশোক দোলুই বলেন, দিল্লির বুকে যে কৃষক আন্দোলন চলছে সাম্প্রতিক অতীতে এত বড় আন্দোলন দেখা যায়নি। প্রচন্ড ঠান্ডা বা বৃষ্টি উপেক্ষা করেও আন্দোলন থেকে সরে আসেনি আন্দোলনকারীরা।

কেন্দ্রীয় সরকার এই তিনটি কৃষি আইন পাস করে কৃষি ব্যবস্থাকে কর্পোরেট কোম্পানির হাতে তুলে দিতে চাইছে। পুলিশ ব্যারিকেড করে বা রাস্তা কেটেও আন্দোলনকারীদের দমাতে পারেনি। আমাদের নেতা হান্নান মোল্লার নেতৃত্বে সবকিছু জয় করে কৃষকরা দিল্লির বুকে আন্দোলনের ঝান্ডা গেড়ে দিয়েছেন। জানিয়ে দিয়েছেন কৃষি আইন বাতিল করতেই হবে।”