নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় সরকারের তিনটি ‘বিতর্কিত’ কৃষি আইনের প্রতিবাদে বৃহস্পতিবার দেশজুড়ে ‘রেল রোকো’ কর্মসূচিতে সামিল হয়েছে বিভিন্ন কৃষক সংগঠন। এরাজ্যে এদিন ‘রেল রোকো’ কর্মসূচিতে সামিল হয় বামপন্থী কৃষক সংগঠনের সদস্যরা। বিভিন্ন জেলার মতো গ্রামীণ হাওড়ার একাধিক জায়গায় রেল অবরোধ করেন বিক্ষুব্ধ কৃষকরা।
বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়্গপুর শাখার উলুবেড়িয়া ও বীরশিবপুর স্টেশনের মাঝে বাণীতবলা হাজিপাড়ায় রেল অবরোধ করেন বাম কর্মী-সমর্থকরা। প্রায় একঘন্টা অবরোধ চলে। উলুবেড়িয়ায় এদিনের ‘রেল রোকো’ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাম কৃষক নেতা গৌতম পুরকাইত, নেত্রী মীনা ঘোষ মুখার্জী, সিপিআইএম নেতা সাবিরুদ্দিন মোল্লা সহ অন্যান্যরা।
এর পাশাপাশি, হাওড়া-আমতা শাখার আমতা, জগৎবল্লভপুর ও পাঁতিহাল স্টেশন রেল অবরোধ করেন বামপন্থী কৃষক সংগঠন ও বাম যুব সংগঠনের সদস্যরা। অন্যদিকে, হাওড়া-খড়গপুর শাখার নলপুর স্টেশনে ট্রেন অবরোধ করেন পাঁচলার বাম নেতৃত্ব। এদিন দফায় দফায় রেল অবরোধের জেরে ট্রেন চলাচল বেশ কিছুটা ব্যাহত হয়েছে বলে জানা গেছে।