মা-বাবার প্রতি যত্নশীল হোক প্রত্যেক সন্তান, বাগনানের গ্রামে লক্ষ্মীপুজোয় মানবিক আহ্বান

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : “ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার…আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম” — নচিকেতার এই কালজয়ী গান বাস্তবের কঠিন চিত্রটাকে তুলে ধরে। আজও সমাজে বহু মা-বাবা লাঞ্চিত, বঞ্চিত, অবহেলিত। ছোটো থেকে তিলতিল করে অনেক ত্যাগ, তিতিক্ষার মধ্য দিয়ে সন্তানকে কোলেপিঠে মানুষ করেন মা-বাবা’রা। বড়ো হয়ে প্রতিষ্ঠিত হওয়ার পর অনেক সন্তানই নিজের মা-বাবাকে আর চিনতে পারেন না৷ মা-বাবার জীবনের শেষ আশ্রয় হয় বৃদ্ধাশ্রম। একজন মা-বাবার প্রাপ্য সম্মানটুকুই সন্তান দেয়না। এই ছবি সমাজে খুবই চেনা হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়কেই এবার লক্ষ্মীপুজোর থিম আকারে তুলে ধরেছে গ্রামীণ হাওড়ার বাগনান-১ ব্লকের জোকা অ্যাকশান কমিটি। জোকা অ্যাকশান কমিটির পুজো এবার ৪০ তম বর্ষে পদার্পণ করল। এবার তাদের ভাবনা ‘বৃদ্ধাশ্রম’। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

শিল্পী তাঁর শৈল্পিক ভাবনায় ও নান্দনিক দক্ষতায় এই ভাবনার বাস্তবায়ন ঘটিয়েছেন। একজন মা কীভাবে অবহেলিত হন সেই করুণ চিত্রটিকেই তুলে ধরা বিভিন্নভাবে তুলে ধরা হয়েছে। মন্ডপে বিভিন্নভাবে একজন মা’য়ের জীবনের বিভিন্ন অধ্যায়কে তুলে ধরা হয়েছে। সবশেষে বৃদ্ধাশ্রমের করুণ চিত্রটাকেও শিল্পী তুলে ধরেছেন। মন্ডপসজ্জায় ব্যবহার করা হয়েছে বিভিন্ন পরিবেশবান্ধব সামগ্রী। মন্ডপজুড়ে আল্পনায় ছোঁয়া। উদ্যোক্তারা জানিয়েছেন, এবার তাদের বাজেট প্রায় এক লক্ষ কুড়ি হাজার টাকা। পুজোয় থিমের ভাবনার পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন করেছে সংগঠনটি। পুজোর অন্যতম কর্তা প্রশান্ত প্রামাণিকের কথায়, আজকের শিশু আগামীর সম্পদ। তাদের কাছে মা-বাবার গুরুত্ব তুলে ধরতেই আমাদের এবারের ভাবনা। প্রত্যেকে নিজের মা-বাবার যত্ন নিক ও তাদের প্রাপ্য সম্মান দিক এটাই আমাদের আহ্বান। রাত পোহালেই কোজাগরী লক্ষ্মীপুজো। এখন তারই প্রস্তুতিতে ব্যস্ত জোকা অ্যাকশান কমিটির সদস্যরা।