হাওড়ার মাজুতে রেল ইয়ার্ড তৈরির দাবি জানালেন স্থানীয় সাংসদ

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : দক্ষিণ-পূর্ব রেলওয়ের হাওড়া-আমতা শাখার মাজু স্টেশনের কাছে রেল ইয়ার্ড তৈরির জন্য রেলমন্ত্রীকে দাবি জানালেন স্থানীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ভিডিও কনফারেন্সে রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “গ্রামীণ হাওড়ার জগৎবল্লভপুরের গুমাডিঙিতে ১১০০ একরেরও বেশি জমিতে শিল্প গড়ছে পশ্চিমবঙ্গ সরকার। এখানে এমএসমিই হাব তৈরির পরিকল্পনাও করেছে রাজ্য সরকার। এমএসএমই হাবে উৎপাদিত দ্রব্য বিভিন্ন জায়গায় সরবরাহের ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার সমস্যা রয়েছে। তাই সংশ্লিষ্ট এলাকায় একটি রেল ইয়ার্ড অত্যন্ত প্রয়োজন।” জানা গেছে, রেলমন্ত্রী এই বিষয়ে দক্ষিণ-পূর্ব রেলের বিভাগীয় ইঞ্জিনিয়ারদের বিস্তারিত নথি তৈরির নির্দেশ দিয়েছেন।