বাগনানের গ্রামে পুকুর খুঁড়তে গিয়ে উঠল ‘বিষ্ণুমূর্তি’, দেখতে ভিড় জমালেন স্থানীয়রা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : পুকুর খননের কাজ চলাকালীন পাওয়া গেল একটি একটি মূর্তি। স্থানীয়দের মতে, এটি বিষ্ণুমূর্তি। ঘটনাটি ঘটেছে বাগনান-১ ব্লকের ওলানপাড়া গ্রামে। জানা গেছে, বুধবার ওলানপাড়া গ্রামের মাকাল পুকুরে সংস্কারের কাজ চলছিল। মাটি খুঁড়তে গিয়ে পাওয়া যায় একটি মূর্তি। মুহুর্তের মধ্যে এই খবর আশপাশের গ্রামে ছড়িয়ে পড়ে। মূর্তিটি দেখতে ভিড় জমান বহু মানুষ। লোক-সংস্কৃতি নিয়ে কাজ করা এক লোক-সংস্কৃতি গবেষকের মতে, এরকমই বেশ কিছু মূর্তি আগেও হাওড়া জেলার বিভিন্ন জায়গায় পাওয়া গিয়েছিল। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

সেগুলিকে পাল-সেন যুগের সমসাময়িক মূর্তি হিসাবে চিহ্নিত করেছিলেন বিশিষ্ট পুরাতাত্ত্বিক তারাপদ সাঁতরা। তবে এই মূর্তিটির ক্ষেত্রে আরও নিশ্চিত হতে আরও অনুসন্ধান প্রয়োজন বলে মনে করেন ওই লোক-সংস্কৃতি গবেষক। স্থানীয়রা এলাকায় মন্দির তৈরী করে মূর্তিটি প্রতিষ্ঠা করতে চান বলে জানা গেছে। তবে প্রত্নতাত্ত্বিক গুরুত্ব থাকায় মূর্তিটির নিরাপত্তা নিয়েও তাঁরা চিন্তিত।