নিজস্ব সংবাদদাতা : নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে নেমে গেল লরি। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার আমতা-২ ব্লকের ভাতেঘড়ী এলাকায়। সূত্রের খবর, রবিবার সকালে জয়পুরের দিক থেকে আমতার দিকে আসছিল একটি লরি।
ভাতেঘরী এলাকার কাছে একটি ট্রাক্টরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে লরিটি। রাস্তার পাশে থাকা নয়ানজুলিতে নেমে যায় লরিটি। দু’টি ক্রেন এনে বেশ কিছুক্ষণের চেষ্টায় লরিটিকে তোলা হয় বলে জানা গেছে। কেউ আহত হয়নি বলে জানা গেছে।