বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা

By superadmin

Published on:

শান্তনু ব্যানার্জি: বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপের সম্ভাবনা তৈরি হয়েছে, যা আগামী ২৩ থেকে ২৭ জুলাইয়ের মধ্যে দক্ষিণবঙ্গ এবং ওড়িশায় দুর্যোগের কারণ হতে পারে। এই নিম্নচাপটির পূর্বাভাস আগে থেকেই ছিল, এবং এখন ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল-এর তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে—আগামী ২২ জুলাই-এর পরে এটি গঠন নিতে পারে।

জানা গেছে, পশ্চিম প্রশান্ত মহাসাগরের একটি সক্রিয় ঘূর্ণিঝড়ের অংশ হিসেবেই এই নিম্নচাপটি বঙ্গোপসাগরে ঢুকতে চলেছে। এর ফলে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে আবারও প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া বিশ্লেষণ বলছে, এই সিস্টেমটি গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপ-এ পরিণত হতে পারে। বিশেষ করে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা, যেমন পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা-সহ কলকাতা ও সংলগ্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, ওড়িশার উত্তর ও মধ্যাঞ্চলেও দুর্যোগ দেখা দিতে পারে।

এর ফলে ওড়িশা, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের কিছু এলাকায় আবারও জলাবদ্ধতা বা বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা।

এই নিম্নচাপটির সম্ভাব্য গতিপথ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে। এর ফলে এটি পূর্ব মেদিনীপুর ও ওড়িশার বালেশ্বর উপকূল বরাবর স্থলভাগে ঢুকতে পারে। যদিও এই গতিপথ পরিবর্তন হতে পারে, তবে এখনই উপকূলবর্তী জেলা এবং মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে।

আগামী কয়েক দিন পরিস্থিতির দিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। আপৎকালীন পরিস্থিতির জন্য প্রশাসন ও সাধারণ মানুষকে প্রস্তুত থাকার অনুরোধ জানানো হয়েছে।

— শান্তনু ব্যানার্জি
অবসরপ্রাপ্ত আবহাওয়াবিদ