আম্ফানের তান্ডব, হাওড়ার বোটানিক্যাল গার্ডেনে ভেঙে পড়েছে বহু প্রাচীন গাছ

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : আম্ফানের অভাবনীয় তান্ডবে রক্ষা পেলনা বাংলা ঐতিহ্য হাওড়ার বোটানিক্যাল গার্ডেন। এমনকি আম্ফান তার করাল থাবা বসিয়েছে এই উদ্ভিদ উদ্যানের গর্বের বটবৃক্ষেও। জানা গেছে, ঝড়ের তান্ডবে গাছের পুরনো অংশের ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে।

মাটিতে উপড়ে পড়েছে গাছের বড় বড় গুড়ি। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ইতিহাসের সাক্ষ্যবহনকারী এই গাছ। পাশাপাশি, ঝড়ের দাপটে ভেঙে পড়েছে বহু প্রাচীন বড়ো গাছ। যার মধ্যে বিদেশি গাছের পাশাপাশি রয়েছে বেশ কিছু দুষ্প্রাপ্য বৃক্ষ। ভেঙে পড়েছে বহু পাখির বাসা। বিধ্বংসী ঝড়ে বিধ্বস্ত বোটানিক্যাল গার্ডেন পরিদর্শন করেন উদ্যানের আধিকারিক ও বিজ্ঞানীরা।

যদিও মোট কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। তবে আম্ফানের আস্ফালনে হাওড়ার অন্যান্য অংশের মতো বোটানিক্যাল গার্ডেনও যে বিপর্যস্ত তা বলাই যায়। যদিও প্রায় ২৩০ বছরের এই প্রাচীন উদ্ভিদ উদ্যানকে আগের অবস্থাতে ফেরাতে পরিকল্পনা শুরু করেছে গার্ডেন কর্তৃপক্ষ।