হাওড়ার গ্রামে ডেঙ্গুতে আক্রান্ত বহু মানুষ, মৃত কিশোর, প্রশাসনের পদক্ষেপ

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক কিশোরের। পাশাপাশি, ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যাটাও পঞ্চাশোর্ধ্ব। আর তারই জেরে ডেঙ্গু আতঙ্কের সৃষ্টি হয়েছে হাওড়ার সলপ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সলপ এলাকায় ৫০-৬০ জন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, গ্রামের চারিপাশে বিভিন্ন কারণে নিকাশি ব্যবস্থা অচল হয়ে পড়ায় জল জমে যাচ্ছে। ফলে মশার আবির্ভাব বাড়ছে। স্থানীয় পঞ্চায়েতের বিরুদ্ধে এবিষয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন এলাকার মানুষ। যদিও ডোমজুড় ব্লকের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, প্রত্যেকদিন গ্রামীণ সম্পদ কর্মীরা ওই এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন ,ফগিং স্প্রে এবং মানুষকে সতর্কীকরণের কাজ করছেন। বিস্তারিত জানতে নীচে পড়ুন...

পাশাপাশি, জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকেও বিশেষ দল কয়েকদিন আগে ওই এলাকা পরিদর্শন করেছে। পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ জোর দেওয়া হচ্ছে। ওই আধিকারিক জানান, এলাকার মানুষ ও বিভিন্ন ক্লাবকে সঙ্গে নিয়ে সচেতনতা শিবির করা হবে। পাশাপাশি, দুটি গ্রাম পঞ্চায়েত নিয়ে সলিড ভেস্ট ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করার পরিকল্পনা ও তার জন্য উপযুক্ত জমি দেখা হচ্ছে বলেও ওই আধিকারিক জানান। যদিও স্থানীয় মানুষের অভিযোগ, এলাকায় ডেঙ্গু ছড়িয়ে যাওয়ার পর এবং কিশোরের মৃত্যু হওয়ার পর যেভাবে প্রশাসন উঠে পড়ে লেগেছে তা যদি আগে করা হত তাহলে কিশোরের মৃত্যু ঘটত না।