বন্ধ বাজার, খোলেনি দোকানপাট, লকডাউনে শুনশান আমতা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : গত কয়েকদিন আগেই আমতার একই পাড়ায় ২৯ জন করোনা আক্রান্ত হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছিল আমতার মেলাইবাড়ী সংলগ্ন নাপিতপাড়ায়। গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে কিনা তা নিয়ে প্রশ্নও উঠেছিল বিভিন্ন মহলে।

তারপরই নড়েচড়ে বসে প্রশাসন। নাপিতপাড়া ও মেলাইপাড়াকে কন্টেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করে ব্যারিকেড করে দিয়ে ঘিরে দেওয়া হয়েছে দু’টি এলাকাকে। ব্যস্ত আমতার ছবিটা একধাক্কায় পাল্টে গেছে। বন্ধ আমতা কলাতলা, কলেজ মোড়, বাসস্ট্যান্ড সংলগ্ন দোকানপাট।

অত্যাবশকীয় পণ্য ছাড়া সমস্ত দোকানকেই বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে। চারিদিকে জুড়ে নিস্তব্ধতা। বিভিন্ন জায়গায় চলছে পুলিশি নজরদারি।

প্রশাসন সূত্রে খবর, আমতা মেলাইপাড়া, বাজার, বাসস্ট্যান্ড, কলেজ মোড় সহ বিভিন্ন এলাকাকে লকডাউনের আওতায় আনা হয়েছে। আমতা থেকে বিভিন্ন রুটের বাস চলাচল প্রায় বন্ধ। বন্ধ রয়েছে গ্রামীণ হাওড়ার অন্যতম বৃহৎ আমতা বাজারও।