আমতায় আনিস খানের বাড়িতে মিনাক্ষী, সিবিআই তদন্তের দাবিতে অনড় ছাত্রনেতার পরিবার

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : বছরখানেক আগে আমতার সারদা গ্রামের প্রতিবাদী ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় শোরগোল পড়েছিল রাজ্য রাজনীতিতে। আনিসের মৃত্যুর ঘটনায় পুলিশকে সরাসরি কাঠগড়ায় তুলেছিল নিহত ছাত্রনেতার পরিবার। বুধবার আনিসের বাড়িতে এসে তার পরিবারের সাথে দেখা করলেন বাম যুব নেত্রী মিনাক্ষী মুখার্জী। এদিন সারদা খাঁ পাড়ায় আনিসের বাড়িতে আসেন মিনাক্ষী। আনিসের বাড়িতে ঢুকে তার বাবার সাথে ও পরিবারের অন্যান্যদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলেন মিনাক্ষী মুখার্জী। আনিসের বাবা সালেম খান জানান, মিনাক্ষী এদিন মূলত তার শারীরিক অবস্থার খোঁজ নেন। পাশাপাশি, মামলাজনিত বেশ কিছু কথাও এদিন তাদের মধ্যে হয়েছে বলে তিনি জানান। যদিও তিনি এখনও সিবিআই তদন্তের দাবিতে অনড়। আনিসের বাবা সালেম খান এদিনও সাংবাদিকদের জানান, বছর ঘুরলেও আমরা ইনসাফ পাইনি। আমরা সিবিআই তদন্ত চাই। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাম যুবনেত্রী মিনাক্ষী মুখার্জী বলেন, পুলিশমন্ত্রী যখন এই খুনের বিচার করতে পারে না তখন এই খুনের বিচার মানুষ করবে। সিভিকদের কন্সটেবল পদে নিয়োগ প্রসঙ্গে রাজ্য সরকারকে কটাক্ষ করেন মিনাক্ষী। এদিন তিনি বলেন, আসলে এসব করে রাজ্যের যুবদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আসলে রাজ্যের যুবকদের তিনি চাকরি দিতে পারবেন না। তিনি আরও বলেন, এতে অন্যায়ের প্রবণতা বাড়বে।