শ্যামপুরে মারাদোনার স্মরণে সভা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : কয়েকদিন আগেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন বিশ্ব ফুটবলের সর্বকালের সর্বশ্রেষ্ঠ কিংবদন্তি দিয়েগো মারাদোনা। তাঁর আকস্মিক প্রয়াণে বিশ্বজুড়ে শোকের ছায়া। তাঁর স্মৃতিতে গ্রামীণ হাওড়ার শ্যামপুরে স্মরণ সভার আয়োজন করল বঙ্গীয় কবি, শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবী ফোরাম।

মারাদোনার পাশাপাশি ভারতীয় ফুটবলের দুই কিংবদন্তি চুনী গোস্বামী ও পিকে ব্যানার্জীর স্মরণেও এই সভা অনুষ্ঠিত হল বলে উদ্যোক্তারা জানান। শুক্রবার শ্যামপুর মোড়ে এই স্মরণ সভার আয়োজন করা হয়েছিল। এদিনের সভায় উপস্থিত ছিলেন এলাকার একাধিক প্রাক্তন ফুটবলার, বর্তমান ফুটবলার, বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা৷

তিন ফুটবলারের ছবিতে মাল্যদানের পাশাপাশি কেউ কবিতা কেউবা নিজ বক্তৃতার মধ্য দিয়ে মারাদোনার প্রতি শ্রদ্ধার্ঘ্য জানান। সংগঠনটির সম্পাদক উত্তম রায়চৌধুরী জানান, “এক বিশ্ববিশ্রুত আবেগের নাম মারাদোনা। তাঁর চলে যাওয়াটা বিশ্ব ফুটবলের কাছে এক অপূরণীয় ক্ষতি। তাঁকে স্মরণ করার মাধ্যমেই ফুটবলের প্রতি ভালোবাসা ও প্রীতিকে আরও সুদৃঢ় করতে হবে।”