সংক্রমণের জের! গ্রামীণ হাওড়ায় ফিরল মাইক্রো কন্টেনমেন্ট জোন

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : রাজ্যের অন্যান্য এলাকার মতো গ্রামীণ হাওড়াতেও বাড়ছে কোভিড সংক্রমণ। সংক্রমণ রুখতে হাওড়া জেলার ৪১ টি এলাকাকে মাইক্রো কন্টেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করল হাওড়া জেলা প্রশাসন। এই ৪১ টি এলাকার মধ্যে হাওড়া গ্রামীণের ১৫ টি এলাকা রয়েছে বলে জানা গেছে। জানা গেছে, আমতা-১ ব্লকের আমতা বন্দর এলাকা, উলুবেড়িয়া-১ ব্লকের চন্ডীপুর কুলগাছিয়া বাজার এলাকা, পাঁচলার বিক হাকোলা শাঁকখালি পোল্ল্যেপাড়া, শাঁকখালি প্রাইমারি স্কুল লাগোয়া এলাকাকে মাইক্রো কন্টেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

পাশাপাশি, জগৎবল্লভপুর ব্লকের গোবিন্দপুর বোধকপাড়া, হাঁটাল অনন্তবাটি, হাঁটাল সাউপাড়া, জগৎবল্লভপুর-২, বড়গাছিয়া-২, বড়গাছিয়া কর পাড়া, শিয়ালডাঙা, যমুনাবালিয়া, নিজবালিয়া, ঝিঙড়ে, জগৎবল্লভপুর-২ এর সন্ধ্যা বাজার, যদুপুর পাঁতিহাল, চান্দুল প্রাইমারি স্কুল চত্বরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইক্রো কন্টেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে।