পাঁচলার কোয়ারান্টাইন সেন্টারে মিলছে না খাবার ও পানীয় জল, রাস্তায় নেমে বিক্ষোভে পরিযায়ীরা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : কোয়ারান্টাইন সেন্টারে নেই পানীয় জল, নেই খাবার – এই অভিযোগ তুলেই প্রতিবাদে সরব হলেন গ্রামীণ হাওড়ার পাঁচলায় ফেরা বেশ কিছু পরিযায়ী শ্রমিক।

আমতা – রাণীহাটি রাজ্য সড়কে থালা বাজিয়ে রোড অবরোধ করলেন পরিযায়ী শ্রমিকরা। এই ঘটনারই সাক্ষী থাকল পাঁচলার নয়াচক যদুনাথ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা।

সূত্রের খবর, পাঁচলা থানার নয়াচক যদুনাথ উচ্চ বিদ্যালয়ে কোয়ারান্টাইন সেন্টারে বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক রয়েছেন। তাঁদের অভিযোগ, ঠিকমতো মিলছে না খাবার, দেওয়া হচ্ছে না পানীয় জল।

সেই অভিযোগেই বৃহস্পতিবার দুপুরে থালা বাজিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক।

অভিযোগ, বেশ কিছুক্ষণ পর পাঁচলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃদু লাঠিচার্জ করে অবরোধ তুলে দেয়। যদিও পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জের কথা অস্বীকার করা হয়।