দরকার পড়লে ভ্যাকসিন কিনে বাংলার মানুষকে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় : ফিরহাদ হাকিম

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : বাগনানের নবাসন ফুটবল মাঠে তৃনমূলের রাজনৈতিক সভায় উপস্থিত পুরমন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম। রাজনীতি থেকে ভ্যাকসিন বিভিন্ন বিষয়ে তিনি তার মতামত জানান। সাংবাদিকরা তাকে সোমবারের পূর্ব মেদিনীপুরের সভায় শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীর অনুপস্থিত থাকার সম্ভবনা প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন কে উপস্থিত থাকবেন কে থাকবেন না তাদের বিষয়। আমাদের এলাকায় দলনেত্রী এলে আমরা উৎসাহিত হ‌ই। কেউ থাকেন কেউ থাকেন না, সেই বিষয়ে আমার কিছু বলার নেই।

বিজেপির ভ্যাকসিন চোর বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন যারা চোর তাদের চোখে সবাই চোর। ভ্যাকসিনের টাকা বিজেপি দেয়নি। আমাদের ট্যাক্সের টাকায় ভ্যাকসিন দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকার প্রয়জনের তুলনায় রাজ্যে কম ভ্যাকসিন পাঠিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দরকার পড়লে কিনে বাংলার মানুষকে ভ্যাকসিন দেবেন। তিনি বলেন স্বাস্থ্য কর্মীরা ছাড়া দু একজন ভ্যাকসিন নিয়েছে। সেটাও উচিত হয়নি। আগে ফ্রন্টলাইন ওয়ার্কার দের ভ্যাকসিন দেওয়া হবে।

তিনি বলেন লিষ্টে নাম না থাকা সত্ত্বেও যারা ভ্যাকসিন নিয়েছেন তারা অন্যায় করেছে। এত জায়গায় ভ্যাকসিন দেওয়া হচ্ছে, ছোটোখাটো বিষয় হতেই পারে। বিধায়ক তথা হাওড়া গ্রামীণ জেলার কো- অডিনেটর সমীর পাঁজা বলেন আগামী নির্বাচনে আমাদের তৃনমূল বিধায়কদের মধ্যে এক, দুই, তিন নম্বর হ‌ওয়ার লড়াই। এখানে বিজেপির কোনো স্থান নেই।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলার তৃনমূল সভাপতি পুলক রায়, জেলা পরিষদের সভাপতি অজয় ভট্টাচার্য সহ একাধিক তৃনমূল নেতৃত্ব।