শ্যামপুরের গ্রামে নদীবাঁধে ভাঙন, পরিদর্শনে মন্ত্রী

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : নদীবাঁধে ভাঙনের জের। নদীগর্ভে তলিয়ে গেল প্রায় ৫০ মিটার রাস্তা। ঘটনাটি ঘটেছে হুগলী নদী তীরবর্তী শ্যামপুরের বেলাড়ি গ্রাম পঞ্চায়েতের বাসুদেবপুর এলাকায়। স্থানীয় মানুষের দাবি, রবিবার থেকেই ভাঙন শুরু হয়। সোমবার সকাল থেকেই ভাঙন আরও বাড়তে থাকে। স্থানীয়দের আশঙ্কা, বাঁধ যদি কোনোভাবে ভেঙে যায় ১০-১২ টি গ্রাম প্লাবিত হতে পারে। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

ঘটনাস্থল পরিদর্শনে আসেন স্থানীয় বিধায়ক তথা পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়, উলুবেড়িয়ার মহকুমাশাসক শমীক ঘোষ সহ সেচ দপ্তরের অধিকারিকরা। প্রশাসন সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই বাঁধ তীরবর্তী এলাকার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় এলাকায় মাইকিং চলছে। যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতির কাজ চলছে বলে জানা গেছে।