নিজস্ব সংবাদদাতা : ভোররাতে মন্দিরের তালা ভেঙে প্রণামী বাক্স, বাসনপত্র চুরি ও লুঠপাট চালানোর ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল উলুবেড়িয়ার ফুলেশ্বর এলাকায়।
সূত্রের খবর, উলুবেড়িয়া পৌরসভার ২১ নং ওয়ার্ডের ফুলেশ্বর পল্লীশ্রী সমাজসেবা দলের মন্দিরে সোমবার বিশেষ পুজো অনুষ্ঠিত হয়। জানা গেছে, মঙ্গলবার সকালে অনুদান বাক্সটি এলাকারই একটি পুকুরে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা৷ তারপরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, ভোররাতে দুষ্কৃতিরা এই কান্ড ঘটিয়েছে। খোয়া গিয়েছে অনুদান বাক্সের অর্থ, ঠাকুরের বাসনপত্র সহ বেশ কিছু সামগ্রী।