নিজস্ব সংবাদদাতা : এক মূক ও বধির যুবকের নিঁখোজ হওয়ার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল গ্রামীণ হাওড়ার আমতা থানার উদং গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, আমতা থানার উদং গ্রামের বছর তিরিশের অনিমেষ কাঁড়ার মূক ও বধির। স্থানীয় এলাকায় নিয়মিত ঘোরাঘুরি করলেও তিনি বাইরে সেভাবে কখনো যাননা। সোমবার সন্ধ্যা নাগাদ বাড়ি থেকে বেরোন অনিমেষ। তারপর আর তার হদিস মেলেনি। সন্ধ্যা গড়িয়ে গেলেও বাড়িতে না ফেরায় আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন তার পরিবারের সদস্যরা। বিস্তারিত জানতে নীচে পড়ুন...
এমনকি পাশ্ববর্তী ব্লকের বিভিন্ন জায়গাতেও অনিমেষের খোঁজে নামেন তার পরিবারের সদস্যরা। কিন্তু তাতেও তার দেখা মেলেনি। ইতিমধ্যেই নিঁখোজ যুবকের পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, যুবককে শেষ বাঙালপুর এলাকায় দেখা গেছে। নিঁখোজ যুবকের খোঁজে সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছেন তার পরিবারের সদস্যরা। অনিমেষের সন্ধান পেলে ৭৯০৮৪৭৭০৯৯ নাম্বারে জানানোরও আহ্বান করা হয়েছে।