লকডাউনে মাঠকে খুব মিস করছেন, জানালেন রাজ্যের অন্যতম মহিলা ক্রিকেটার বাগনানের অনিন্দিতা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : দেশজুড়ে দীর্ঘ লকডাউন। এই লকডাউনে মাঠকে মিস করছেন রাজ্যের অন্যতম মহিলা ক্রিকেটার অনিন্দিতা চ্যাটার্জী।

গ্রামীণ হাওড়ার বাগনান-১ ব্লকের সুজাতা সিনেমা হলের সামনে তাঁর নিজস্ব বাড়ি।

বর্তমানে অনিন্দিতা রাজ্য মহিলা ক্রিকেট দলের সদস্যা।

রাজ্য মহিলা ক্রিকেট দলের হয়ে রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টও খেলেছে গ্রামীণ হাওড়ার এই কৃতি কন্যা।

বর্তমানে বাগনানে তিনি নিজেই একটি ক্রিকেট কোচিং ক্যাম্প চালান।

তাঁর এই কোচিং ক্যাম্প থেকে বেশ কয়েকজন ছাত্র বর্তমানে কোলকাতার বিভিন্ন ক্লাবে খেলছে।

লকডাউনের জেরে আর পাঁচটা মানুষের মতোই অনিন্দিতা এখন ঘরবন্দি। তবে এই মহিলা খেলোয়াড় নিজেকে ব্যস্ত রেখেছেন বাড়িতেই।

কখনো বাড়ির বাগানে শারীরিক কসরত করছেন, আবার কখনো বা বাড়ির ছাদে ব্যাট হাতে একাই অনুশীলন করছেন।

ক্রিকেট তাঁর নেশা, ক্রিকেটই তাঁর জীবন।

তবে দীর্ঘ লকডাউনের জন্য খেলাটা উপভোগ করতে এখন না পারায় তার কাছে খুব কষ্টদায়ক মনে হচ্ছে বলে জানালেন অনিন্দিতা।

তাঁর কথায়, “জীবনের ছন্দ যেন কিছুটা হারিয়ে গেছে।

তবে কিছুটা সময় কাটছে মোবাইলে।

ভিডিও কলিংয়ের মাধ্যমে কোচিং ক্যাম্পের ছাত্রদের নিয়মিত ট্রেনিং দেওয়ার মধ্য দিয়ে।

এতে ছাত্ররা খুব আনন্দের সাথেই বাড়িতেই ট্রেনিং নিচ্ছে।”

সমাজের উদ্দেশ্যে অনিন্দিতার বার্তা, “লকডাউনে বাড়িতে থাকুন। তবে তার সাথে সাথে নিয়মিত শরীরচর্চা করুন।

সারা দিনে অন্তত ১ ঘণ্টা শরীরচর্চা করুন। দেশ করোনামুক্ত হোক। দেশজুড়ে ফিরুক ছন্দ।

আর যাঁরা খেলার সাথে যুক্ত তারাও দ্রুত মাঠে ফিরুক।

তিনি মাঠের পাশাপাশি খুব মিস করেন তাঁর ক্রিকেট কোচিং ক্যাম্পের ছাত্রদের।

করোনার গ্রাসে কোনো ধ্বংস নয়, বরং খুব শীঘ্রই ফিরে আসুক বিশ্ব – এটাই তাঁর কামনা ।