নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবার উলুবেড়িয়া-২ ব্লকের বানীবন গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচনকে ঘিরে ছিল সাজো সাজো রব। তৃণমূল কংগ্রেসের তরফে সরিফা বেগম প্রধান বানীবন গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন। তারপরই উল্লাসে মাতেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। এই আনন্দে সামিল হন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী নির্মল মাজি। সবুজ আবির মাখানোর পাশাপাশি চলে লাড্ডু বিতরণ। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
এরই মাঝে ঘটনাস্থলে উপস্থিত এক রাজাপুর থানার এক কর্তব্যরত মহিলা সিভিক ভলান্টিয়ারকে আচমকাই লাড্ডু খাইয়ে দেন নির্মল মাজি। পালটা ওই সিভিক ভলান্টিয়ারও নির্মল মাজিকে মিষ্টিমুখ করান। আর এ নিয়েই জোর বিতর্ক শুরু হয়েছে। কর্তব্যরত অবস্থায় এই ঘটনায় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সহ-সভাপতি রমেশ সাঁধুখার অভিযোগ, পুলিশ ও প্রশাসন যে তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে তার প্রমাণ এই ঘটনাকে।