স্বাস্থ্যকর্মীদের পালস অক্সিমিটার সহ বিভিন্ন সামগ্রী তুলে দিলেন বিধায়ক নির্মল মাজি

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। গত কয়েকদিন ধরে রাজ্যে করোনা আক্রান্তের গ্রাফ ক্রমশ কমছে, বাড়ছে সুস্থতার হার। এবারের স্ট্রেনে করোনা আক্রান্তদের মধ্যে প্রায়শই শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিচ্ছে।

কিন্তু প্রত্যন্ত গ্রামাঞ্চলে পালস-অক্সিমিটার না থাকায় সমস্যা দেখা দিচ্ছে। সেই সমস্যা দূর করতে এবার স্বাস্থ্যকর্মীদের হাতে পালস অক্সিমিটার তুলে দিলেন গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাজি।

বৃহস্পতিবার দুপুরে আমতা হাসপাতালে এসে হাসপাতালের চিকিৎসক ও উলুবেড়িয়া উত্তর বিধানসভার আশা কর্মী, এএনএম, জিএনএম, সুপারভাইজার, পুলিশ আধিকারিকদের হাতে পালস অক্সিমিটার, থার্মোমিটার, মাস্ক ও স্যানিটাইজার তুলে দেন নির্মল মাজি।

এদিনের এই কর্মসূচিতে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন আমতা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌমেন গঙ্গোপাধ্যায়, রাজাপুর থানার ওসি অজয় সিং সহ অন্যান্যরা।