ট্রেনের মহিলা কামরা থেকে WBCS আধিকারিকের মোবাইল ছিনতাই

By নিজস্ব সংবাদদাতা

Updated on:

নিজস্ব সংবাদদাতা : ট্রেনের মহিলা কামরা থেকে ব্লক ভূমি সংস্কার আধিকারিকের মোবাইল ছিনতাই। বাধা দিতে গেলে ওই আধিকারিককে ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর শাখার ঘোড়াঘাটা স্টেশনে। ঘটনায় আক্রান্ত আধিকারিকের নাম সংযুক্ত পাল। তিনি নন্দকুমার ব্লকের ভূমি সংস্কার আধিকারিক। বাড়ি হাওড়ায় ইছাপুরে আনন্দময়ীতে। জানা গেছে, এদিন তিনি নন্দকুমার থেকে বাসে করে মেচেদা স্টেশন আসেন।

সেখান থেকে ডাউন পাঁশকুড়া লোকাল এর মহিলা কামরায় উঠেন। ঘোড়াঘাটা স্টেশনে ট্রেন ঢোকার সময় আধিকারিক এর হাত থেকে মোবাইল ছিনতাই করে ট্রেন থেকে নেবে যেতে চায় এক দুষ্কৃতী। মহিলা আধিকারিক বাধা দিলে তাকে ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ট্রেন থেকে পড়ে মাথা ফেটে যায় মহিলা আধিকারিকের। স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় প্রাথমিক চিকিৎসা কেন্দ্র চিকিৎসা করায়। পরে ঘটনাস্থলে আসে বাগনান জিআরপি থানার পুলিশ। আধিকারিকের কাছ থেকে অভিযোগ গ্রহণ করেন। ঘটনাস্থলে আসেন আধিকারিকের পরিবারের লোকজন। উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে চলে যায়।