চলে গেলেন হাওড়া জেলার অন্যতম শিক্ষা ব্যক্তিত্ব শ্যামপুরের মোহন চন্দ্র সাঁতরা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : চলে গেলেন হাওড়া জেলার শিক্ষা জগতের অন্যতম বরেণ্য ব্যক্তিত্ব রাষ্ট্রপতি পুরষ্কারপ্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক মোহন চন্দ্র সাঁতরা। জানা গেছে, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮। সূত্রের খবর, সম্প্রতি তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। রবিবার থেকে শারীরিক অসুস্থতার জন্য তিনি কোলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন।

সোমবার সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উল্লেখ্য, মোহন বাবু শ্যামপুরের শশাটী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসাবে নিজের কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে আমতা-২ ব্লকের খালনা রায় রাধাগোবিন্দ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগ দেন। সেখান থেকেই নিজের কর্মজীবন শেষ করেন।

শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য রাষ্ট্রপতি পুরষ্কারে ভূষিত হন শ্যামপুরের ভূমিপুত্র মোহন বাবু। শিক্ষাক্ষেত্রের পাশাপাশি জেলার সাংস্কৃতিক জগতেও তাঁর অবদান উল্লেখযোগ্য। দীর্ঘদিন নিখিল বঙ্গ শিক্ষক সমিতির হাওড়া জেলা শাখাকে নেতৃত্ব দান করেছেন মোহন বাবু। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন জেলার শিক্ষা ও সংস্কৃতি জগতের বহু বিদগ্ধজন।।