চলে গেলেন হাওড়ার বিশিষ্ট পদার্থবিদ ও অধ্যাপক মৃণালকান্তি দোয়ারী

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : কয়েকদিন আগেই হাওড়া জেলা হারিয়েছিল সাহিত্যজগতের দু’ই রত্নকে। এবার বিজ্ঞানের জগতেও ইন্দ্রপতন। চলে গেলেন হাওড়া জেলার প্রবাদপ্রতিম অধ্যাপক ও বিশিষ্ট পদার্থবিদ মৃণালকান্তি দোয়ারী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭।

পরিবার সূত্রে জানা গেছে, তিনি বেশ কিছুদিন ধরে হাইপোক্যালেমিয়ায় ভুগছিলেন। কয়েকদিন আগেই সুস্থ হয়ে উদয়নারায়ণপুরের খিলায় নিজের বাড়িতে ফিরেছিলেন মৃণালবাবু। আজ দুপুর ১ টা ৪৫ নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উল্লেখ্য, পদার্থ বিজ্ঞানের এই বিদগ্ধ সাধক দীর্ঘদিন আমতা রামসদয় কলেজে অধ্যাপনা করেছেন। সামলেছেন বিভাগীয় প্রধানের দায়িত্ব। অবসরের পরও তিনি বিজ্ঞান সাধনায় নিজেকে নিযুক্ত রেখেছিলেন। তাঁর লেখা পদার্থবিজ্ঞানের বিভিন্ন বই ছাত্রসমাজে বিশেষভাবে সমাদৃত। মৃণাল বাবু রেখে গেলেন তাঁর একমাত্র পুত্র, পুত্রবধূ ও নাতি সহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও ছাত্রছাত্রীকে।