নিজস্ব সংবাদদাতা : গ্রামীণ হাওড়ার প্রত্যন্ত অঞ্চলের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমতার বুকে গড়ে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল। বেশ কিছুদিন আগে থেকেই হাসপাতালের ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। বুধবার নির্মীয়মান হাসপাতাল ভবন পরিদর্শন করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। এদিন আমতা হাসপাতাল সংলগ্ন এলাকায় নির্মীয়মান মাল্টি সুপার স্পেশালিটি ভবন ঘুরে দেখার পাশাপাশি তাঁরা আমতা হাসপাতালের পরিকাঠামো পরিদর্শন করেন। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও রোগীর পরিবারের সাথেও তাঁরা কথা বলেন। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
পশ্চিমবঙ্গ বিধানসভার স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নির্মল মাজি জানান, মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমতায় গড়ে উঠছে অত্যাধুনিক মানের মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল। আটতল বিশিষ্ট হাসপাতাল ভবনের কাজ ইতিমধ্যেই অনেকটা হয়ে গিয়েছে। বাকিটা দ্রুত সম্পন্ন হবে। তিনি জানান, এই হাসপাতাল চালু হলে উলুবেড়িয়া উত্তর, আমতা, বাগনান, উদয়নারায়ণপুর সহ গ্রামীণ হাওড়ার বিস্তীর্ণ এলাকার প্রায় ১৫ লক্ষ মানুষ খুব সহজেই উন্নত চিকিৎসা পাবেন। এদিন উপস্থিয় ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তথা স্থানীয় বিধায়ক নির্মল মাজি, আমতার বিধায়ক সুকান্ত পাল, বালির বিধায়ক রানা চ্যাটার্জী, স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী, ডেপুটি ডিরেক্টর অব নার্সিং মনিকা গায়েন, উলুবেড়িয়ার মহকুমাশাসক শমীক কুমার ঘোষ সহ অন্যান্যরা।