বাগনান কান্ডের প্রতিবাদে পথে নামল একাধিক বাম সংগঠন, অবরোধ করা হয় জাতীয় সড়কও

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : বাগনানে ছাত্রী নির্যাতন ও তার মা’কে খুনের ঘটনার প্রতিবাদে পথে নামল একাধিক বাম সংগঠন।

SFI, DYFI ও সিপিআইএমের মহিলা সংগঠনের পক্ষ থেকে শুক্রবার বিকেল ৪ টে নাগাদ বাগনানের খাদিনান মোড়ে এক প্রতিবাদ সভায় অংশ নেন কয়েকশো ছাত্র-যুব-নারী।

প্রতিবাদ সভার শেষে বিক্ষোভকারীরা খাদিনান মোড়ে ১৬ নং জাতীয় সড়ক অবরোধ করে। প্রায় ১৫ মিনিট অবরোধ চলে। অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল।

পুলিশ অবরোধকারীদের বুঝিয়ে অবরোধ তুলে দিলে তাঁরা মিছিল করে বাগনান থানায় যান।

থানার সামনে অবস্থানে বসে পড়েন কয়েকশো বাম যুব কর্মী। বিক্ষোভাকারীদের পক্ষ থেকে বাগনান থানায় ডেপুটেশন দেওয়া হয়।

বাম সংগঠনগুলির এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন DYFI এর রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র, বাম মহিলা সংগঠনের রাজ্য সম্পাদিকা কণীণিকা ঘোষ, সিপিআইএম বিধায়ক সেখ ইব্রাহিম আলি।

কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রচুর পুলিশ ও র‍্যাফ মোতায়েন রাখা হয়েছিল।