যানজটহীন ও দূষণমুক্ত উলুবেড়িয়া শহর গড়তে উদ্যোগী পৌরসভা, শহরে পদযাত্রা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : উলুবেড়িয়া শহরের দীর্ঘদিনের সমস্যা যানজট। দীর্ঘ যানজটে ভুক্তভোগী নিত্যযাত্রী থেকে মুমূর্ষু রোগী সকলেই। দীর্ঘদিনের এই সমস্যা থেকে উলুবেড়িয়াকে মুক্ত করতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে উলুবেড়িয়া পৌরসভা। পুরসভার তরফে গড়ে তোলা হয়েছে বিশেষ পার্কিং জোন।

এবার উলুবেড়িয়া শহরকে যানজটমুক্ত ও দূষণমুক্ত করার আহ্বান জানিয়ে পথে নামল উলুবেড়িয়া পৌরসভা। শুক্রবার বেলায় পৌরসভার পক্ষ থেকে উলুবেড়িয়া শহরে পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রা থেকে আরোহীদের হেলমেট ব্যবহার করা, যত্রতত্র পার্কিং না নির্দিষ্ট পার্কিং জোনে গাড়ি পার্কিং করা, যেখানে সেখানে আবর্জনা না ফেলার আহ্বান জানানো হয়।

পথচলতি মানুষ ও এলাকার ব্যবসায়ীদের মাস্ক ব্যবহার করার অনুরোধ করা হয়। এদিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার প্রশাসক অভয় দাস, প্রশাসকমন্ডলীর অন্যতম সদস্য আব্বাসউদ্দীন খান, উলুবেড়িয়া থানার আইসি কৌশিক কুন্ডু সহ অন্যান্যরা।