নিজস্ব সংবাদদাতা : সমাজে চক্ষুদান ও মরণোত্তর দেহদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লাগাতার প্রচার চালিয়ে আসছে গ্রামীণ হাওড়ার একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের মধ্যে অন্যতম উদয়নারায়ণপুর ব্লকের শিবানীপুর সিদ্ধেশ্বরী যুব সংঘ।
জাতীয় চক্ষুদান পক্ষকে স্মরণীয় করে রাখতে রবিবার চক্ষুদানের বার্তা নিয়ে সাইকেল র্যালির আয়োজন করল শিবানীপুর সিদ্ধেশ্বরী যুব সংঘের সদস্যরা। রবিবার সকালে শিবানীপুর থেকে শুরু হয় র্যালি।
উদয়নারায়ণপুর, পাঁচারুল, সিংটী হয়ে আবার শিবানীপুরে এসে র্যালিটি শেষ হয়। র্যালিতে পুরুষদের পাশাপাশি বেশ কিছু তরুণীও অংশ নেন। এদিন আয়োজক সংস্থার পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হয়েছিল বলে জানা গেছে।