নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ অপেক্ষার পর রবিবার কোলকাতা পুরসভার নির্বাচন অনুষ্ঠিত হল। আর তা নিয়েই চরম রাজনৈতিক তরজা শুরু হয়েছে শাসক ও বিরোধী শিবিরে। শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ তুলেছে বিজেপি। তারই প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জেলায় অবরোধ কর্মসূচিতে সামিল হয়েছেন বিজেপি কর্মী-সমর্থকরা। বিভিন্ন জেলার মতো গ্রামীণ হাওড়ার পাঁচলা মোড়ে হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি প্রত্যুষ মন্ডলের নেতৃত্বে ১৬ নং জাতীয় সড়ক অবরোধ করেন বিজেপি কর্মী-সমর্থকরা। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
প্রায় আধঘন্টা অবরোধ চলে। কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি প্রত্যুষ মন্ডল বলেন, “কোলকাতা পুর নির্বাচনে তৃণমূল কীভাবে সন্ত্রাস চালিয়েছে তা সবাই দেখেছেন। ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের বেধড়ক মারধর করা হয়েছে, সাধারণ ভোটারদের ভোট দিতে দেওয়া হয়নি। এর বিরুদ্ধেই আজকের এই প্রতিবাদ।” প্রসঙ্গত, একই ইস্যুতে উলুবেড়িয়া উত্তর বিধানসভার অন্তর্গত মল্লিক পোলে অবরোধ কর্মসূচি হয়েছে বলে জানা গিয়েছে।