নিজস্ব সংবাদদাতা : দেশজুড়ে লকডাউন প্রায় দু-মাস অতিক্রম করতে চললেও করোনা সংক্রমণের সেভাবে কোনো উন্নতি হয়নি। তাই লকডাউনের মেয়াদ ৩১ শে মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
লকডাউনের মেয়াদ বাড়ার পাশাপাশি এবার শুরু হল ‘নাইট কার্ফু’। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ নির্দেশিকায় বলা হয়েছে, দেশজুড়ে সন্ধ্যা ৭ টা থেকে পরদিন সকাল ৭ টা অব্ধি জারি থাকবে ‘নাইট কার্ফু’। অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোনা নিষেধ।
আরও জানানো হয়েছে, স্থানীয় প্রশাসন মনে করলে সুরক্ষার স্বার্থে ১৪৪ ধারা জারি করতে পারবে। কোন জরুরি কাজের ক্ষেত্রে কতক্ষণের জন্য কারা বেরোতে পারবেন তারও বিধিনিষেধ থাকবে ‘নাইট কার্ফু’তে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১০ বছরের কম কোনও শিশু এবং ৬৫ বছরের বেশি বয়স্ক কোনও বৃদ্ধ বা বৃদ্ধা এই সময়ে বেরোতে পারবেন না। বাড়ির বাইরে বেরোতে পারবেন না অন্তঃসত্ত্বা কোনও মহিলা কিমবা উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস রোগের বাহকরা।