‘দিদির থেকে জেনেছেন’! তাই উলুবেড়িয়া উত্তরে বাড়ি বাড়ি প্রচার শুরু করলেন নির্মল মাজি

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : বাংলায় ভোট ঘোষণা ইতিমধ্যেউ হয়ে গেছে। ভোটের পারদও ক্রমশ চড়ছে। যদিও মঙ্গলবার সকাল অব্ধি কোনো রাজনৈতিক দল প্রার্থী তালিকা ঘোষণা করেনি। কিন্তু তাতে কী? — দলের নেতা-মন্ত্রী, সর্বোপরি দলনেত্রীর কাছে জেনেছেন তৃণমূল কংগ্রেসের হয়ে তিনি ফের উলুবেড়িয়া উত্তরে প্রার্থী হচ্ছেন।

তাই আর দেরি না করে বাড়ি বাড়ি প্রচারে নামলেন উলুবেড়িয়া উত্তরের বিধায়ক তথা শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী নির্মল মাজি। সোমবার সকালে তিনি কিছু কর্মী-সমর্থককে সাথে নিয়ে উলুবেড়িয়া উত্তর বিধানসভার বাণীবন শাসমল পাড়ার বিভিন্ন বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়েছিলেন।

কিন্তু, দলের তরফে প্রার্থী তালিকা ঘোষণা না করা হলেও কীভাবে তিনি নির্বাচনী প্রচারে নামলেন? — নির্মল মাজি জানান, “আমি দলের নেতা, মন্ত্রী এমনকি দিদির কাছে জানতে পেরেছি। আমি সেদিন দিদির মহাযজ্ঞে ছিলাম।”

তিনি আরও বলেন, “দলের কর্মী-সমর্থকরা আমার নাম দেওয়ালে লিখতে চেয়েছিল। কিন্তু, আমি দলের একজন ডিসিপ্লিনড কর্মী। তাই এখনো লিখতে দিইনি।”

তাঁর দাবি, “যা কাজ করেছি দিদি এমনই আমায় প্রার্থী করে দেবেন।” দলের তরফে নাম ঘোষণার আগেই নির্মল বাবুর এহেন নির্বাচনী প্রচারকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি প্রত্যুষ মন্ডল বলেন, “এধরণের জিনিস তৃণমূলেই হয়। ব্যাপারটা খুবই উপভোগ্য। শুধু উপভোগ করে যান।”