মুখে নেই মাস্ক! উলুবেড়িয়া ও বাউরিয়ায় পুলিশের ধরপাকড়, গ্রেফতার

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : রাজ্যজুড়ে ফের কোভিডের সংক্রমণ লাফিয়ে বাড়লেও এখনো অসচেতন বহু মানুষ। মাস্ক ছাড়াই বহু মানুষ ঘুরে বেড়াচ্ছেন। কিছু মানুষ তো আবার মাস্ক ব্যবহার করলেও তা কখনো থুতনিতে থাকে আবার কখনো বা কপালে। মাস্ক ছাড়া ঘুরেবেড়ানোদের বিরুদ্ধে অভিযান চালালো পুলিশ। বৃহস্পতিবার উলুবেড়িয়া শহরের এসডিও অফিসের সামনে ধরপাকড় চালায় পুলিশ। মাস্ক না পরে ঘুরে বেড়ানোদের গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, এদিন উলুবেড়িয়া থানার পুলিশ মোট ১৯ জকে মাস্ক না পরার অভিযোগে গ্রেফতার করেছে। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

পাশাপাশি, বাউরিয়া থানার পুলিশও এদিন বাউরিয়া থেকে মোট ১১ জনকে মাস্ক না পরার অভিযোগে গ্রেফতার করেছে। প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার বিকালে নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে বারবার মাস্ক ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি, সংক্রমণ ঠেকাতে তিনি মাথার চুলও ঢেকে রাখার পরামর্শ দিয়েছেন।