নিজস্ব সংবাদদাতা : করোনা সংক্রমণ রুখতে রাজ্য সরকার মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করলেও এখনো বহু মানুষ অসচেতনতার পরিচয় দিয়ে মাস্ক ছাড়াই দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। এবার ত্রাণসামগ্রী বিতরণে অভিনব উদ্যোগ নিল আমতার উদং-১ অঞ্চল তৃণমূল কংগ্রেস।
সূত্রের খবর, গ্রামীণ হাওড়ার উদং-১ অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উদং, ফতেপুর, খসনান, বিশুবেড়িয়া গ্রামের প্রায় ৭০০ মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে চাল, ডাল, আলু, ময়দা সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। আজ সকালে দলীয় কার্যালয়ের সামনে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে তাঁদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন স্থানীয় জেলা পরিষদের সদস্য তথা হাওড়া জেলা পরিষদের সহ-সভাপতি অজয় ভট্টাচার্য।
তবে মাস্ক ছাড়া মিলছে না ত্রাণ। উদং-১ অঞ্চল তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সৌমেন হাইত জানান, “বেশিরভাগ মানুষই মাস্ক ব্যবহার করছেন। তবে কিছু মানুষ মাস্ক ছাড়াই আসছেন। তাদের হাতে আমাদের পক্ষ থেকে তুলে দেওয়া হচ্ছে মাস্ক। মাস্ক ব্যবহার করলে তবেই মিলছে ত্রাণসামগ্রী।”