আম্ফানের ক্ষতিপূরণ : আবেদনপত্র জমা দিতে বিডিও অফিসে ভিড়, উলুবেড়িয়ায় শিকেয় সামাজিক দূরত্ববিধি

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : আম্ফানে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে শাসকদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন জায়গায় দুর্নীতির অভিযোগ উঠেছিল।

দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই শাসক দলের তরফে বেশ কয়েকজন নেতাকে সাসপেন্ডও করা হয়েছে।

রাজ্য সরকারের নির্দেশে আবারও গত পরশু থেকে প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছ থেকে ক্ষতিপূরণের আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়েছে।

আর সেই আবেদনপত্র জমা দিতেই উলুবেড়িয়া-১ ও ২ ব্লকের বিডিও চত্বরে উপচে পড়ছে ভিড়। সামাজিক দূরত্ব বিধি তো দূরের কথা বহু মানুষের মুখে মাস্কের দেখা পর্যন্ত মেলেনি।

আবেদনকারীদের অধিকাংশের অভিযোগ, তারা এই নিয়ে মোট তিনবার আবেদনপত্র জমা দিলেন। এলাকায় যাদের পাকা বাড়ি আছে তারাই ক্ষতিপূরণ পেয়েছে বলে তাদের অভিযোগ।