নিজস্ব সংবাদদাতা : মাঝেমধ্যেই রাতের অন্ধকারে দুর্ঘটনার শিকার হয়ে পথের কুকুরদের প্রাণ যায়। এঘটনা প্রায় আকছাড়। পথের কুকুরদের পথনিরাপত্তার স্বার্থে অভিনব উদ্যোগ নিল হাওড়ার একটি পশুপ্রেমী সংগঠন। গলায় বাঁধা বিশেষ বেল্ট রাতের অন্ধকারে পথ কুকুরদের প্রাণ বাঁচাবে। হাওড়ার ডোমজুড়ের ‘ফ্রেন্ডস অব অ্যানিম্যাল’ নামক একটি পশুপ্রেমী সংগঠনের তরফ থেকে সারমেয়দের প্রাণ রক্ষায় এমনই বিশেষ বেল্ট লাগানোর অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠন সূত্রে জানা গেছে, হাওড়া তার পাশ্ববর্তী এলাকার শতাধিক কুকুরের গলায় লাগানো হবে এই রিফ্লেক্টিভ বেল্ট। কুকুরকে বেল্ট লাগানোর পর অ্যান্টি রাবিশ ভ্যাকসিন দেওয়ার কাজ করবে সংগঠনটি। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
সংগঠনটি নিয়মিত পথ কুকুরদের ভ্যাকসিন দেওয়া এবং প্রতিদিন প্রায় দেড়শ’টি কুকুরের খাবারের ব্যবস্থা করে চলেছে। কিন্তু সম্প্রতি ডোমজুড় এলাকায় বহু পথ কুকুরের মৃত্যু হয়েছে গতিশীল গাড়ির ধাক্কায়। বিশেষত রাস্তায় রাতের বেলা শুয়ে থাকা বা রাস্তার মোড়ে ঘুরে বেড়ানো কুকুর প্রায়শই গাড়ি চাপা পড়ে প্রাণ হারায়। সেই দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে কুকুরের গলায় রিফ্লেক্টিভ লাগানোর উদ্যোগ নিয়েছে সংগঠনটি। সংগঠনের সদস্য শংকর দাস জানান, রিফ্লেকটিভ বেল্ট ওদের যেমন বাঁচাবে তেমনই চিহ্নিত করতেও সুবিধা হবে। হাল্কা বেল্ট হওয়ায় সারমেয়দেরও কোনো সমস্যা হবেনা।