এন আর সি আতঙ্ক উলুবেড়িয়ায়! রেশন কার্ড সংশোধনীর লম্বা লাইনে অসুস্থ অনেকে

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : এন আর সি নিয়ে আতঙ্কিত উলুবেড়িয়ার সাধারণ মানুষ। সেই কারণেই রেশন কার্ডের সংশোধনের জন্য ভোর রাত থেকে উলুবেড়িয়া পুরসভা ও বি ডি ও অফিস গুলোতে লাইনে দাঁড়াচ্ছেন সাধারণ মানুষ। লাইনে দাঁড়িয়ে প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। উলুবেড়িয়া পুরসভায় গিয়ে দেখা গেল প্রচন্ড গরমকে উপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে রয়েছেন হাজার খানেক মানুষ। লাইন সরছে খুব ধীর গতিতে। তাসত্ত্বেও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে রয়েছেন আতঙ্কিত মানুষজন। উলুবেড়িয়ার বত্রিশটি ওয়ার্ডের রেশন কার্ডের সংশোধন এখানে হ‌ওয়ার কারণে পুরসভায় লাইনে দাঁড়ানো লোকজনের সংখ্যাও যথেষ্ট বেশি।

উলুবেড়িয়া বি ডি ও অফিসে সংশোধনের কাজ অঞ্চল ভিত্তিক আলাদা আলাদা জায়গায় করে দেওয়ার কারণে সেখানে ভিড় কিছুটা হলেও কম। পাশাপাশি তার‌ই মাঝে পড়াশোনা না জানা গরীব মানুষের থেকে রেশন কার্ড সংশোধনের জন্য আবেদন লিখে দেওয়ার বিনিময়ে কুড়ি, তিরিশ কখনো বা পঞ্চাশ টাকা নিতে দেখা গেল বহিরাগত কিছু ব্যক্তিকে। নাম সংশোধন করাতে আসা সেখ সাইফুদ্দিন বলেন “সকাল থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছি। যাতে করে এন আর সি হলে নাম ভুল থাকার কারণে নাগরিক হিসেবে নাম বাদ না যায়, সেই কারণেই সাত তাড়াতাড়ি ছুটে এসেছি” তার অভিযোগ নাম সংশোধনের জন্য দরখাস্ত লেখাতে পঞ্চাশ থেকে একশো টাকা দাবি করা হচ্ছে। তিনি আরো বলেন “সরকার কাগজপত্র দেখলেই বুঝতে পারবে আমার ভারতের নাগরিক। অহেতুক আমাদের সমস্যায় ফেলা হচ্ছে।”

লাইনে দাঁড়ানো এক মহিলা জাসমিনা বেগম বলেন “বাড়ির সমস্ত কাজ ফেলে সকাল সাতটার সময় লাইনে দাঁড়িয়েছি। এখন দুপুর । এখনো অফিসের গেটে পৌঁছাতে পারিনি।” তিনি বলেন “এন আর সি হবে কি হবেনা, সেই নিয়ে ধোঁয়াশায় আছি। বেশীরভাগ মানুষের রেশন কার্ড ভুলে ভরা। তাই আমার মতো সকলেই আতঙ্কে লাইনে দাঁড়িয়েছে রেশন কার্ড সংশোধনের জন্য।” তিনি বলেন “মানুষকে সমস্যার মধ্যে ফেলে দেওয়া এন আর সি চাইনা।” আর এক মহিলা মীনা সিং বলেন “ছোট বাচ্চাকে নিয়ে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ফর্ম তুললেও, এখনো জমা দিতে পারিনি” তার দাবি এন আর সি করতে হলে সুষ্ঠু ভাবে করা হোক। বেশি করে রেশন কার্ড সংশোধন কেন্দ্র খোলা হোক। যাতে করে সাধারণ মানুষ সমস্যায় না পড়ে। উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস বলেন “এন আর সি মানুষ আতঙ্কিত। পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে ৯ই সেপ্টেম্বর থেকে নতুন রেশন কার্ড তৈরি ও সংশোধনের কাজ শুরু হয়েছে। সেটা ২৭শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে।”

তিনি আরো বলেন “গোটা ভারতবর্ষে কোথায় এন আর সি হবে আমাদের জানা নেই। কিন্তু যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকবেন ততদিন এখানে এন আর সি হবেনা” উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলী বলেন “এন আর সি নিয়ে আতঙ্কিত সাধারণ মানুষ। তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন আপনারা আতঙ্কিত হবেন না। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এই রাজ্যে এন আর সি করতে দেবেন না” পাশাপাশি তিনি লাইনে দাঁড়ানো লোকজনের উদ্দেশ্যে বলেন “এন আর সি না হলেও আপনাদের রেশন কার্ড বা ভোটার কার্ডে যদি কিছু ভুল থাকে সেগুলো সংশোধন করে নেবেন।”