নিজস্ব সংবাদদাতা : কয়েকদিন আগেই হাওড়া গ্রামীণ জেলা পুলিশের নতুন পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে স্বাতী ভাঙ্গালিয়াকে। এবার গ্রামীণ হাওড়ার একাধিক থানায় ওসিদের বদল করা হল। সম্প্রতি হাওড়া গ্রামীণ জেলা পুলিশের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকায় দেখা যাচ্ছে, আমতা থানার নতুন ওসি হচ্ছেন অজয় সিং। বিস্তারিত জানতে নীচে পড়ুন...
তিনি দীর্ঘ কয়েক বছর রাজাপুর থানার ওসির দায়িত্বে ছিলেন। রাজাপুর থানার নতুন ওসি হচ্ছেন অভিষেক রায়। তিনি জয়পুর থানার ওসি ছিলেন। জয়পুর থানার দায়িত্ব দেওয়া হয়েছে মফিজুল আলমকে। মফিজুল আলম চন্দ্রপুর আউটপোস্টের ওসির দায়িত্বে ছিলেন। চন্দ্রপুর আউটপোস্টের দায়িত্ব দেওয়া হয়েছে প্রীতম ভৌমিককে। অন্যদিকে, শ্যামপুর থানার নতুন ওসি হচ্ছেন কৃষ্ণেন্দু প্রামাণিক। তিনি উলুবেড়িয়া থানায় ছিলেন বলে জানা গেছে।