আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে পুলিশের উদ্যোগে গ্রামীণ হাওড়ায় বিভিন্ন কর্মসূচি

By নিজস্ব সংবাদদাতা

Updated on:

নিজস্ব সংবাদদাতা : ড্রাগের নেশা সর্বনাশা—এই বার্তাকেই সমাজের সর্বস্তরে প্রসারিত করতে ও মাদক সম্পর্কে ছাত্র-যুবদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে রবিবার আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে গ্রামীণ হাওড়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন থানার তরফে নানা কর্মসূচির আয়োজন করা হয়। এদিন সকালে বাগনান শহরে বাগনান থানার তরফে একটি সচেতনতার পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রায় পা মেলান বাগনানের বিধায়ক অরুণাভ সেন, উলুবেড়িয়া মহকুমা পুলিশ আধিকারিক রাঘব এস। বিস্তারিত জানতে নীচে পড়ুন...

আমতা ও জয়পুর থানায় দু’টি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। খুদে, কিশোর-কিশোরীরা অঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। রাজাপুর থানার পক্ষ থেকেও মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অন্যদিকে, উলুবেড়িয়া মহিলা থানার পক্ষ থেকে উলুবেড়িয়া শহরে একটি সচেতনতার র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিতে উলুবেড়িয়া শহরের ক্যারাটে শিক্ষার্থীরা অংশ নেন। এভাবেই সমাজে মাদক বিরোধী বার্তা পৌঁছে দিতে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে একাধিক উদ্যোগ নিতে দেখা গেল পুলিশকে।