শ্রাবণের শেষ সোমবারে শিবের মাথায় জল ঢালতে ফুলেশ্বরে ভক্ত সমাগম

By নিজস্ব সংবাদদাতা

Updated on:

নিজস্ব সংবাদদাতা : প্রতিবছর শ্রাবণের শেষ সোমবারে দেবাধিদেব শিবের মাথায় জল ঢালাকে কেন্দ্র করে উৎসবের চেহারা নেয় গ্রামীণ হাওড়ার ফুলেশ্বর সাতমহল শিবমন্দির। করোনা আবহে এবার উৎসবের সেই ছবিতে কিছুটা হলেও ভাটা।

অন্যানবারের মতো এবারও সকাল থেকেই দর্শণার্থীরা জল ঢালতে মন্দির চত্বরে হাজির হন। যদিও এবার আর দর্শণার্থীদের ঢল চোখে পড়েনি। ছিলনা মিছিল করে জল আনতে যাওয়ার বিশেষ পর্বও।

উদ্যোক্তারা জানান, করোনা সম্পর্কিত সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই এবার প্রায় ২৫০ জন ভক্ত শিবের মাথায় জল ঢালেন। এর পাশাপাশি, মন্দির কমিটির পক্ষ থেকে আগত ভক্তদের মাস্ক বিতরণ করা হয়।